১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

- নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক কিশোরের বিরুদ্ধে তিন শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ধর্ষণের শিকার তিন শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর মোঃ ইমন মিয়াকে (১৭) আটক করেছে পুলিশ। আটককৃত ইমন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের শাহীন ভূঁইয়ার ছেলে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। নিপীড়নের শিকার তিন শিশুর বাড়িও একই গ্রামে।

ভুক্তভোগী শিশুদের পরিবারের লোকজন জানায়, রোববার (১৭ নভেম্বর) বিকেলে বাড়ির ওঠানে খেলা করছিল কয়েকজন শিশু। এ সময় তাদের মধ্য থেকে ৮ বছরের দুই শিশুকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় খলিল ভূঁইয়ার বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ইমন। পরে শিশুদের এক সহপাঠী উক্ত ঘরে ঢুকে এ অবস্থা দেখে স্থানীয়দের জানালে তারা ইমনকে আটক করে। এ অবস্থায় স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে একই এলাকার ৯ বছরের এক শিশুকেও ধর্ষণ করে ইমন। ওই শিশুর মা বাড়িতে রান্না করার সময় শিশুটিকে পাশের দোকানে পাঠান। এ সময় ইমন শিশুটিকে ফুঁসলিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, শিশুদের ডাক্তারি পরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র

সকল