২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ

আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ - ছবি : সংগৃহীত

অ্যামোনিয়া প্লান্টে ত্রুটি থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটি চালু হতে প্রায় দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরোনো হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানার এ্যমোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কারখানাটির এ্যমোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement