২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মায়ের ফেলে যাওয়া নবজাতককে পরিচর্যা করছেন হাসপাতালের সেবিকারা

মায়ের ফেলে যাওয়া নবজাতককে পরিচর্যা করছেন হাসপাতালের এক সেবিকা - নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভূমিষ্ঠ হবার পর মায়ের ফেলে যাওয়া নবজাতক শিশুটি সুস্থ আছে। জন্মদাত্রী মা তার শিশু সন্তানকে ফেলে চলে গেলেও হাসপাতালের সেবিকারা তাকে বুকে তুলে নিয়েছেন। মাতৃস্নেহ দিয়ে পরম যত্মে নবজাতকটিকে পরিচর্যা করছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বুধবার নবজাতকের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভুমিষ্ট হবার কয়েক ঘণ্টা পরই এক নবজাতককে ফেলে পালিয়ে যান প্রসুতি মা। হাসপাতাল কতৃপক্ষ জানায়, গত রোববার রাত ১১টার দিকে কে বা কারা অজ্ঞাত এক গর্ভবতী নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে যায়। পরে হাসপাতালের এক কর্মচারী গাইনি বিভাগে তাকে ভর্তি করান। রাত ৩টার দিকে ওই নারী একটি ছেলে সন্তান জন্ম দেন। পরদিন সোমবার ভোরে কাউকে কিছু না বলেই নবজাতকটিকে ফেলে হাসপাতাল থেকে চলে যান ওই নারী।
নবজাতকটির বাবা-মায়ের পরিচয় এখনো জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে নবজাতকটিকে পরিচর্যা করছেন হাসপাতালের সেবিকারা। নবজাতকটির গায়ে নতুন জামা পরানো হয়েছে। পাশাপাশি ফিডারে করে দুধ খাওয়ানো হচ্ছে। নবজাতকটিকে নিয়ে সারাক্ষণ মেতে থাকছেন হাসপাতালের সেবিকারা।

জেলা সদর হাসপাতালের সেবিকা স্মৃতি রায় জানান, নবজাতকটির শারীরিক কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে দেখাশোনা করছি। হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, নবজাতকটিকে ফেলে রেখে যাওয়ার ঘটনা জানার পর পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতালের সেবিকারা তাকে দেখাশোনা করছেন।


আরো সংবাদ



premium cement