২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রামগঞ্জে গণপিটুনিতে চোর নিহত

- নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতার গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম নজরুল ইসলাম (৩৫)। চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর গণপিটুনিতে তিনি নিহত হন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের ফকির মোহাম্মদ মিঝির বাড়িতে। নিহত নজরুল ইসলাম একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। এদিকে চোরের দলের ছুরিকাঘাতে রামগঞ্জ পৌর কার্যালয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও আহত মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত মঙ্গলবার ভোররাতে ফকির মিঝি বাড়ির মাহাবুবুর রহমান, মোশাররফ হোসেন ও মোবারক হোসেনের ঘরে চোরের দল সিঁধ কেটে ঢুকে ঘরের মূল্যবান মালামাল লুটে নেয়। এরপর রাত প্রায় ৩টায় বসতঘরের মাটি খুঁড়ে চোরের দল ঘরে প্রবেশ করলে গৃহকর্তা মোস্তাফিজুর রহমান টের পেয়ে চিৎকার দিয়ে চোর নজরুল ইসলামকে জাপটে ধরে চিৎকার দেয়। এসময় চোরের দলের অন্য সদস্যরা মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে এসে ঘরটি ঘেরাও করে নজরুল ইসলামকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই মাসুদ রানা ও হুমায়ুন কবীর ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকাল ৯টায় মারাত্মক আহতাবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রওশন জামিল নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, গণপিটুনিতে নিহত নজরুল ইসলাম এলাকার চিহ্নিত চোর। বেশ কিছুদিন এলাকা ছেড়ে কুমিল্লায় ছিলো। সে ফিরে এসে আবারো এলাকায় চৌর্যবৃত্তি শুরু করে। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

সকল