২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশেষ অভিযানে একসাথে ২৪ রোহিঙ্গা গ্রেফতার

- ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একসাথে ২৪ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গোবিন্দরখীল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারক্রতরা হলেন- মো.ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), বশির আহমদ (৫৫), আবু মোনাফ (৬০), আলি আহমদ (১৯), আব্দুস নেজাম উদ্দীন (৬৫), শহীদুল ইসলাম (১৯),শফিক আলম (১৯), আবুল কালাম (৪২), মোহাম্মদ হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. ইউসুফ (২০), নবী হোসেন (২৭), আমিন (৪২), সালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. কাসেম (৩৯), আনোয়ার ছাদেক (২১), জিয়াউর রহমান (১৯), আহমদ কবির (৪৫), মুজিবুর রহমান (১৯) ও শরিফ (১৯)।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক বোরহান উদ্দীন বলেন, ভোরে বিশেষ অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯৪৬ সালের ১৪ ধারায় বিদেশি নাগরিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement