২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ পুনর্মিলনী উৎসব

-

সাতকানিয়ার আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পুনর্মিলনী সম্প্রতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রিজিয়া রেজা চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা মরহুম হেলাল হুমায়ুনের সহধর্মিণী ও দাতা সদস্য মিসেস রোখসানা হেলাল, আব্দুল্লাহ গালিব আল হিলালী, কলেজ অধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশিদ, আব্দুর রাজ্জাক, মাস্টার আব্দুল মাবুদ ও নীল রতন দাশ গুপ্ত। প্রফেসর আবু রেজা নদভী এমপি আল হেলাল কলেজের উন্নয়নে বিভিন্ন সময়ে তার প্রদত্ত অনুদানের কথা তুলে ধরে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে খুব শীঘ্রই প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণকাজ শুরু করা হবে। যা ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।
পুনর্মিলনী ’১৯ উদযাপন পরিষদের আহ্বায়ক কর আইনজীবী জরজিস আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনÑ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, কলেজ উপাধ্যক্ষ মুহাম্মদ ইদ্রিস, বিজিসি ট্রাস্ট-এর রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার, চরতি ইউপি চেয়ারম্যান ডা: রেজাউল করিম, ডা: দিলীপ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হেলালুদ্দিন, আসাদুল আনোয়ার ও মুরিদুল আলম রুবেল।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ১৯৯১ সালের এই দিনে প্রাতিষ্ঠানিকভাবে কলেজটি যাত্রা শুরু করে।


আরো সংবাদ



premium cement