২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
সেনাবাহিনীকে খবর দেয়ায় ক্ষুব্ধ

বান্দরবানে ৬ গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা

-

বান্দরবানের রুমা উপজেলার শামাখাল পাড়া থেকে সন্ত্রাসীরা ছয় গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে।

আজ রোববার দুপুরে রুমা সদর ইউনিয়নের দুর্গম ওই পাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা পাড়ার লোকজনদের মারধর ও বাসা-বাড়িতে লুটপাট চালায়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশ ওই এলাকায় গেছে।

রুমা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শৈবং মারমা জানিয়েছেন, আজ দুপুর ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী শামাখাল পাড়ায় হঠাৎ আক্রমণ করে। তারা সেখানে পাড়াবাসীদের মারধর করে ও লুটপাট চালায়। পরে সন্ত্রাসীরা ওই পাড়া থেকে ছয়জনকে ধরে নিয়ে যায়। অপহৃতদের এখনো নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে কারা ওই পাড়ায় হামলা চালিয়েছে তাদেরও পরিচয় পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা বলছেন, মগ লিবারেশন পার্টির সদস্যরা দুপুরে ওই পাড়ায় হানা দিয়েছে। গত বুধবার একটি সন্ত্রাসী দল বগামুখ পাড়ায় হানা দিয়ে একইভাবে লুটপাট চালায় ও পাড়ার লোকজনদের মারধর করে।

ওই এলাকার স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে সন্ত্রাসীরা শামাখাল পাড়ায় এসে খাওয়ার জন্য মুরগি ও চাল দাবি করে। খবরটি তারা সেনাবাহিনীকে পৌঁছে দেয়ায় ক্ষুব্ধ হয়ে রোববার সেখানে সন্ত্রাসীরা হানা দেয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ সেখানে গেছে।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন চৌগাছায় বাসচাপায় হেলপার নিহত ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের নিজ দেশে ৫ বছর পর ফিরল দিপক চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

সকল