১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
চন্দনাইশে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের বর্ষপূতি অনুষ্ঠান

আগামীর বাংলাদেশ হবে যোগ্য মানুষের : ড. হোসেন জিল্লুর

চন্দনাইশে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের বর্ষপূতি অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর - ছবি : নয়া দিগন্ত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, উদ্যোমী শক্তি কমে গেলে কর্মস্পৃহাও কমে যাবে। তরুণ-তরুণী, স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধিদের সমন্বয়ে দেশ ও সমাজ এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ হবে যোগ্য মানুষের। জ্ঞান ছাড়া সমাজ বা দেশের কাজ খুব বেশি এগুতে পারে না। তাই আমাদেরকে সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

গতকাল শুক্রবার বিকালে উপজেলা বরকল স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের ‘আমার গ্রাম- আমার শহর পরিকল্পনা’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নগর পরিকল্পনায় আদর্শ গুচ্ছগ্রামে পরিণত করতে এখনই কাজ শুরু করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে দেখছি বর্তমান তরুণদের মাঝে। নতুন নতুন গোষ্ঠীকে ধাপে ধাপে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রত্যেকটি গোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে হবে যাতে তারাও দেশ এগিয়ে নিয়ে যাবার প্রয়াস চালিয়ে যেতে পারে। আমরা উপযোগী উদ্যোমী হবো, সৃজনশীল উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাবো।

তিনি বলেন, সঠিক ও সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে কার্যকর ধারণা বাস্তবায়ন থেকে উঠে এলে জাতীয় পর্যায়ে এর প্রভাব অবশ্যই পড়বে।

পরিশেষে তিনি ‘আমি পারবো, আমরা পারবো’ স্লোগান দিয়ে তরুণদের জাগ্রত করে সামাজিক সকল উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে সভায়, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নেতা প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম, বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, সুস্থ নারী সংস্থার চেয়ারম্যান সাদিয়া আহমেদ, আমেরিকা প্রবাসী প্রফেসর প্রকৌশলী আদনান মোর্শেদ, পিপিআরসি’র তরুণ গবেষক ওমামা জিল্লুর, চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ।

সাংবাদিক গোলাম সরওয়ার ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মো: সাইফুদ্দিন। পরে প্রধান অতিথি উত্তর বরকল এলাকায় তার মা জোহরা বেগম গণ-পাঠাগার ও তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথি কেক কেটে স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন।


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল