২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রাণ বিতরণ

-

সাতকানিয়ায় স্বরণকালের ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রকৌশলীদের সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম শাখা। মঙ্গলবার সকাল থেকে চরতী ইউনিয়নের বিভিন্ন স্থানে পানিবন্দি হয়ে পড়া মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ফোরামের চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন। এসময় ফোরামের প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন, চট্টগ্রাম শিল্পাঞ্চল জোনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইছহাক, সাতকানিয়া-লোহাগাড়া ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউছুফ, চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. রেজাউল করিম, সমাজসেবক আবুল হাসেমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, বিগত কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ বন্যা হয়নি। বন্যার পানি কিছুটা কমলেও এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে। অনেক জনপদে নৌকা ছাড়া যাওয়াই যাচ্ছে না। বন্যায় বিধ্ধস্ত বাড়িঘর মেরামত, পানীয় খাদ্য ও শুকনা খাবারের সংকট দূর করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে ফেরাতে অবিলম্বে সরকারি বিশেষ উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি।

সাতকানিয়ার চরতী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।

 


আরো সংবাদ



premium cement