২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা এম এ করিম

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা এম এ করিম - নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেয়েছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) ও নয়া দিগন্তের সরাইল সংবাদদাতা এম এ করিম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে তিনি সরাইল উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তার হাতে তুলে দেন। এ সময় মাদ্রাসা ও কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ইউআটআরসিই প্রশিক্ষন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, সরাইল কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীবৃন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement