২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাদক ব্যবসায়ীদের ব্যতিক্রমধর্মী মিছিল

মাদক ব্যবসায়ীদের ব্যতিক্রমধর্মী মিছিল
মাদক ব্যবসায়ীদের ব্যতিক্রমধর্মী মিছিল - ছবি : নয়া দিগন্ত

‘মাদক আমরা ছাড়বো, সোনার বাংলা গড়বো’ এ শ্লোগানে চাঁদপুর শহরের পুরানবাজারে চিহ্নিত ২০ মাদক ব্যবসায়ীদের ব্যতিক্রমধর্মী এক মাদক বিরোধী মিছিল বের করা হয়েছে। তারা এ মিছিলের মাধ্যমে মানুষকে গণ সচেতনতামূলক কার্যক্রম বলে উল্লেখ করেছে।

৯ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানার উদ্যোগে ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় মাদক ব্যবসায়ীরা মাথায় লাল গামছা ও হাতে লাল রংয়ের লাঠি নিয়ে মিছিলে অংশ গ্রহণ করে।

চিহ্নিত মাদক ব্যবসায়ীরা হলেন: বাচ্চু মিজি, খালেক, লিটন, সোহেল বেপারী, হৃদয় গাজী, পরান, রাজু, কাউসার হাওলাদার, শিপন, আল-আমিন, কামাল বিশ্বাস, মুনসুর মিজি, হেলাল, আরিফ, বাদল, আলমগীর, কামাল বেপারী, বিল্লাল খান, আল-আমিন ছোট প্রমুখ।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, এস আই জাহাঙ্গীর আলম, পলাশ বড়ুয়া, ভাই ভাই স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোবারক বেপারী প্রমুখ। মাদক ব্যবসায়ীদের মিছিলটি পুরানবাজার ফাঁড়ির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

প্রসঙ্গত, পূর্বে পুরানবাজার মধুসুদন মাঠে জাকজমকপূর্ণ আয়োজনে আত্মসমর্পণ করেছিল প্রায় অর্ধ শতাধিক মাদক ব্যবসায়ী। অনুষ্ঠান শেষে কেউ কেউ কথা রাখলেও অনেকে ফিরে গেছে লোভনীয় মাদক ব্যবসায়। আত্মসমর্পণকারীদের মধ্যে ইউনুস মিজি ক্রসফায়ারে নিহত হয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার এটাই শেষ সুযোগ বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ



premium cement