২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লক্ষ্মীপুরে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

-

লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তি উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকালে শহরের মাদাম ব্রিজ এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ।

জেলা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নাজমুল হক জানান, সড়কের দু’পাশে প্রায় ৫ শতাধিক অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হলেও তা সরিয়ে নেয়া হয়নি। এসব স্থাপনার মধ্যে বহুতল ভবন রয়েছে। সকাল থেকে অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসব সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement