২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সেনবাগে সড়কের উপরে বাস উল্টে ৩৮ যাত্রী আহত

-

নোয়াখালীর সেনবাগে যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ প্রায় ৩৮ জন যাত্রী আহত হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারে ঘটে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সেবারহাট নুর প্রাইভেট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

গুরুতর আহতদের মধ্যে বসুরহাটের হৃদয় (৭), তার মা রিনা আক্তার (৩২), হাতিয়ার আন্ডার চরের মাহফুজ (১২), খলিফারহাটের বিবি মরিয়ম (৩২), কিশোরগঞ্জের রিমন (১৮) নুর প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন।

নুর প্রাইভেট হাসপাতালের পরিচালক মিলন জানান, তার হাসপাতালে ১০/১৫ জন রোগী ভর্তি হয়েছে। নারীসহ আরো ৮/১০ জন যাত্রীকে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া অপর আহত যাত্রীদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান।


আরো সংবাদ



premium cement