২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাতে ডাকাতি, দিনে ফেরত

- প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং পুর্ব ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লুদুয়া হাওলাদার বাড়ীর প্রবাসী নজরুল ইসলামের ঘরে গত ১৩ জুন বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।

সরজমিনে জানা যায়, গত ১৩ জুন রাত অনুমানিক ২টার সময় লুদুয়া হাওলাদার বাড়ীর প্রবাসী নজরুল ইসলামের বাড়ীতে গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে ডাকাত দল এ সময় তাসলিমা ও তার ছেলে তুহিনের ঘরে বাহির থেকে ছিটকিনি দিয়ে রাখে এ সময় বেশ কয়েকটি তালা ভেঙ্গে স্টিলের আলমারী থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও সারে ১৯ ভরি স্বর্ণ অলংকার এবং একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল নিয়ে যায় ডাকাত দল।

প্রবাসীর স্ত্রী তাসলিমা বলেন, তালা ভাঙ্গার শব্দ শুনে আমার ঘুম ভেঙ্গে যায় তখন আমি বের হতে চাইলে দেখি ঘরের দরজা বাহির থেকে লাগিয়ে রেখেছে। পরে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদের দরজা খুলে দেয়।

তিনি আরো বলেন, বাড়ীতে আমি এক ছেলে এক মেয়ে নিয়ে থাকি কোন পুরুষ লোক থাকেনা।

ডাকাতির ঘটনায় আমি থানায় অভিযোগ করতে যাওয়ার সময় অপরিচিত নাম্বারে কল আসে এবং বলে মামলা করলে মোটর সাইকেল ফেরত পাবে না যদি মোটর সাইকেল ফেরত পেতে চাও তাহলে আমাকে ৪০ হাজার টাকা দিলে আমি মোটর সাইকেল ফেরত এনে দেব।

পরে নয়াকান্দি বাজারের ফার্নিচার ব্যবসায়ী আলামিন বাড়ী এসে বলেন, মোটর সাইকেল কোথায় আছে আমি জানি টাকা দিলে আমি এনে দেব কিন্তু আমাকে চোর ভাবা যাবেনা। তাসলিমা আলামিনের কাছে ৪০ হাজার টাকা নেওয়ার পর গ্রাম-সুজাতপুর ঘোষবাড়ী নামক স্থানে মোটর সাইকেলটি রাখা আছে সেখান থেকে প্রবাসীর ছেলে তুহিন তার মোটর সাইকেলটি নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, আলামিন মটরসাইকেল ফেরত দিয়েছে তার মানে সে ঐ ডাকাতির সাথে জরিত এর আগেও তার নামে একটি চুরি ও মাদক মামলা রয়েছে ।

এ বিষয়ে ইউপি সদস্য জিলানী বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা বলেছে ৪০ হাজার টাকা দেওয়ার পর আলামিন মোটর সাইকেল ফেরত দিয়েছে। এ ডাকাতির ঘটনায় প্রসাশনের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা ।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল