২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সরাইলে নৌকার ভরাডুবি

উপজেলা নির্বাচন
নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান - ছবি: সংগৃহীত

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে। ফলাফলে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থীর অবস্থান চতুর্থ।

চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া)। এছাড়া ভাইস-চেয়ারম্যান মো: আবু হানিফ (মাইক) ও মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম (হাঁস) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিএনপির অংশ না নেয়ায় ভোটারের উপস্থিতি ছিল খুব কম। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী থাকায় টান টান উত্তেজনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সরাইলে রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। বিকালে উপজেলা সদরে ঘোড়া ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলার ৯টি ইউনিয়নের ৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ৮০ জন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৭শ’ ৯৩টি।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক নির্বাচনে দায়িত্ব পালন করেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস-চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা-ভাইস-চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩১ হাজার ৪শ’ ৮৪ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া পেয়েছেন ২২ হাজার ৭শ’ ৫৮ ভোট। ১৭ হাজার ৮শ’ ৬১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগকারী বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: শফিকুর রহমান শাফি ১৩ হাজার ২ শত ৭৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ৫ হাজার ৫শ’ ৪৫ ভোট পেয়ে চিংড়ী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুখলেছুর রহমান পঞ্চম হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২শ’ ৩৬ ভোট ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী কাজী জাকির হোসেন মিনার প্রতীকে পেয়েছেন ৩শ’ ৭২ ভোট।

এদিকে ভাইস-চেয়ারম্যান পদে মাইক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: আবু হানিফ ২২ হাজার ৩শ’ ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: জামাল পেয়েছেন ২১ হাজার ৬শ’ ৭১ ভোট। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ হাজার ৫শ’ ৫৩ ভোট পেয়ে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী রোকেয়া বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রাথী আছমা বেগম পেয়েছেন ১৯ হাজার ৫শ’ ৭৫ ভোট।

আওয়ামী লীগ দলীয় একাধিক স্বতন্ত্র প্রার্থীর ভিড়ে নৌকা প্রতীকের প্রার্থীর বিশাল ভরাডুবি হয়েছে। এতে করে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নৌকা প্রতীকের বিশাল পরাজয়কে কোনোভাবেই মানতে পারছেন না এখানকার আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। তবে তৃণমূল থেকে বেড়ে উঠা ও মাঠে-ময়দানে নেতা-কর্মীদের পাশে থাকা অওয়ামী লীগের ত্যাগী নেতাদের নৌকা প্রতীক না দেয়ায় বিক্ষুদ্ধ অনেক নেতা-কর্মী নৌকার এই পরাজয়ে উল্লাস প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement
রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন

সকল