১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লক্ষ্মীপুরে নৌকার চেয়ে স্বতন্ত্র বেশি বিজয়ী

নির্বাচন
(ঘড়ির কাঁটার দিকে) অধ্যক্ষ মামুনুর রশিদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল, মনির হোসেন চৌধুরী, সালাহ্উদ্দিন টিপু ও মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী - ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা দুইটিতে আর স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে তিনটিতে।

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্উদ্দিন টিপু (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রহমতউল্যাহ বিপ্লব, (বৈদ্যুতিক বাল্ব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রায়পুর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মারুফ বিন জাকারিয়া (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজী মাজেদা বেগম (প্রজাপতি) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রামগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাইয়া আক্তার শিউলী নির্বাচিত হয়েছেন।

কমলনগর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক সাগর (টিয়াপাখী) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রক্সি (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

রামগতি উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রাহিদ হোসেন (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ফারুক (কলস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন :
লোহাগড়ায় বড় ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর জয়
ফরহাদ খান, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিকদার আব্দুল হান্নান রুনু (আনারস প্রতীক) বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল বাসার ডলার পেয়েছেন ২১ হাজার ২৫৫ ভোট। এক্ষেত্রে ১৫ হাজার ৬২ ভোটে ডলারকে হারিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুনু।

এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বি এম কামাল হোসেন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন।

এদিকে নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৪১ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু। বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহবায়ক বিপ্লব বিশ্বাস বিলো (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩২ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তোফায়েল মাহমুদ তুফান এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ইসমত আরা।

অপরদিকে কালিয়া উপজেলাতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। তিনি পেয়েছেন ৪২ হাজার ৮৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট। এক্ষেত্রে ২২ হাজার ২৩৫ ভোটে হারুনকে হারিয়েছেন কৃষ্ণপদ। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন-ইব্রাহিম শেখ ও নারী ভাইস-চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি।

রোববার ভোট শেষে রাত ১১টার দিকে নড়াইলের তিনটি উপজেলার ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল