২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

-

কক্সবাজারে শুক্রবার ভোর রাতে কথিত বন্দুকযুদ্ধের পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী, অপরজন পর্যটক হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার জানিয়েছেন, শুক্রবার ভোররাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় পুলিশের একটি দল অভিযানে গেলে ইয়াবা ব্যবসায়ীদের সাথে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ ও জালিয়াপাড়ার নূরুল আমিন।

পুলিশ বলেছে, তারা ঘটনাস্থল থেকে ৮টি দেশিয় তৈরি অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, খুরুশকুল এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী কোরবানী আলী নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

ওসি জানান, কোরবান আলী আলোচিত পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার আসামি। পুলিশের একটি টহল দল ওই এলাকায় গেলে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এদিকে কক্সবাজার সদর থানা পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয়জনকে আটক করেছে।


আরো সংবাদ



premium cement