২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে মাঝারী ধরণের ভূমিকম্প

-

চট্টগ্রামে মাঝারী ধরণের ভূমিকম্প হয়েছে। আজ রোববার সকাল ৮টা ৫৯ মিনিটে ৫ থেকে ১০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প অনুভব হয়েছে বলে পতেঙ্গা আবহাওয়া অফিস ও ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম নিশ্চিত করেছে।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও তার আশপাশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলার বিভিন্ন স্থানে হালকা ভূ-কম্পন অনুভূত হয়েছে। সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে রিখটার স্কেল ৪.৯ মাত্রার এই ভূ-কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলে ছিল ভারতের মিজোরাম সীমান্ত এলাকা। তবে এখনো কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: জসিম উদ্দিন নয়া দিগন্তকে জানান, ভূমিকম্পের কারণে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা খবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement