২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ

কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল - নয়া দিগন্ত

আগামী ২২ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। এতে বিভিন্ন মাদরাসা থেকে ছাত্র শিক্ষকসহ হাজার হাজার তৌহীদী জনতা অংশ নেয়।

মঙ্গলবার দুপুরে শহরের টেংকেরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাউতলী মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে মাওলানা আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তৃতা করেন মাওলানা এনামুল হকসহ জেলার শীর্ষস্থানীয় ওলামা মাশয়েখ ও ইসলামী নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আগামী ২২ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমার নামে সমাবেশ বন্ধ ও অবিলম্বে তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া সমাবেশে কাদিয়ানীদের ইজতেমা করতে প্রশ্রয় ও মদদ দেয়ার দায়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের দাবি করা হয়। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।


আরো সংবাদ



premium cement