২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বেগমগঞ্জে গ্লোব ফ্যাক্টরিতে আগুন

-

নোয়াখালীর বেগমগঞ্জে গ্লোব সফট ড্রিংকসের ফ্যাক্টরিতে বিকেলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে বাধাগ্রস্ত হচ্ছে অগ্নি নির্বাপক কর্মীদের। ইতোমধ্যে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

জানা গেছে, বিকের ৪টায় বেগমগঞ্জ দরবেশপুর গ্লোব সফট ড্রিংকসের ফ্যাক্টরিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী, চৌমুহনী, লক্ষ্মীপুর, সোনাইমুড়ী ফায়ার সাভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় । এ রিপের্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ দিকে ফ্যাক্টরিটি চৌমুহনী-মাইজদী সড়কের পাশে হওয়ায় উক্ত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের কারণে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চৌমুহনী-মাইজদীর প্রধান সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাস্তার ২ দিকে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

ফায়ার সার্ভিসের নোয়াখালী সহকারী পরিচালক হুমায়ন কবির জানান, আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর চৌমুহনী, মাইজদী, লক্ষীপুর, সোনাইমুড়িসহ আশেপাশের প্রায় সবগুলি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে গ্লোব সফট ড্রিংকসের বোতলজাত প্রক্রিয়ার কাঁচামালের রুমের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি এখনো কিছুই বলতে পারেনি। ফ্যাক্টরির একজন শ্রমিক জানান উক্ত ফ্যাক্টরিতে মূল্যবান কমপ্রেসার, বিপুল পরিমান সফট ড্রিংকসের কাঁচামালসহ বিপুল পরিমান জিনিসপত্র রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement