১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বান্দরবানে অস্ত্রসহ আটক ৪ ডাকাত আটক

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি বন্দুক, দু’টি বন্দুকের কাঠের বডি, কার্তুজ ও বন্দুক তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার আলীকদম চাকনাই কারবারী পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম থানার ওসি রফিক উল্লাহ, এসআই মো: আজমগীর, এএসআই শামীম হোসেনসহ পুলিশ সদস্যরা।

আটককৃতরা হলেন চেনতুই মুরুং (২২), চংঅং মুরুং (২৮) চেখইং মুরুং (৫৬) ও দেওয়াই মুরুং (১৮)। আটকৃতরা আলীকদম ইউপির ৭নং ওয়ার্ডের চাকনাই কারবারীপাড়া ও শেষের জন কুরুকপাতা ইউপির ২নং ওয়ার্ডের বাসিন্দা। আটকৃতরা সবাই ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, আলীকদমে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়।
আলীকদম থানার ওসি রফিক উল্লাহ জানান, আলীকদম ইউপির বাঘেরঝিরিস্থ মো: আমিনুল হকের খামার বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিলে ঘটনাস্থল থেকে চার ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement