২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণার নেতাকর্মীদের উপর হামলা

-

খাগড়াছড়িতে বিভিন্ন উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রচারণা ও গণসংযোগের সময় দলীয় নেতা-কর্মীদের উপর আওয়ামী লীগ কর্তৃক হামলা ও মারধর করার অভিযোগ করেছে জেলা বিএনপি।

খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ি উপজেলা বাজারে বিএনপির নেতৃবৃন্দ গণসংযোগ করার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক জয় দেবনাথ, পিচি বাচ্চু মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেলসহ শতাধিক আওয়ামী সন্ত্রাসীর নেতৃত্বে অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জামাল হোসেন (২৮), সহ-সভাপতি জাসিম উদ্দিন(২৮), যুগ্ম-সম্পাদক ইব্রাহীম (২৭), সহ-সাংগঠনিক সম্পাদক জহির, উপজেলা বাস্তহারা দলের সভাপতি শাহালম (৪৫), ডা. ওহিদুল ইসলাম, ছনটিলা ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জয়নাল মিয়া(৩২), সদর ইউনিয়ন যুবদল নেতা মো: জসিম (৩০) উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ শহীদ (২২), মো: জহির (২৩)কে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাদের বিএনপির নেতাকর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য পানছড়ি সদর হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়।

অপরদিকে মাটিরাঙ্গা উপজেলায় ধানের শীষ প্রার্থীর প্রচারের গাড়ীতে সন্ধ্যায় তাইন্দং বাজারে পৌঁছলে তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন, যুবলীগের শাহীন ও আনোয়ারসহ ২০ থেকে ২৫ জনের নেতৃত্বে অতর্কিত হামলা করে। হামলায় আহত হয়েছে তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মো: রহিম, তাইন্দং ইউনিয়ন বিএনপি নেতা মো: মফিজ মেম্বার, মো: ইকবাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মনির।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ অশান্ত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করছে। এহেন নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জেলা বিএনপি।


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল