২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজনীতিতে ফিরছেন জয়নাল হাজারী!

জয়নাল হাজারী। - ছবি: সংগৃহীত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে আওয়ামী লীগের শীতলযুদ্ধ প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। এ আসন থেকে ফেনীর বহুল আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও দলের মনোনয়ন চেয়েছেন। কিন্তু নাছিম চৌধুরীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বহুল আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারী। এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ আসনের বর্তমান এমপি ও মহাজোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আশঙ্কা করছেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বর্তমান এমপি শিরীন আখতার মহাজোট থেকে ফেনী-১ আসনে মনোনয়ন পেয়ে যেতে পারেন।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকলেও কখনো ভোটে প্রার্থী হননি। এবার তিনি ভোটের মাঠে নামায় ফেনী-১ আসনে আওয়ামী লীগে তার সমর্থক অন্য মনোনয়নপ্রত্যাশীরা সরে দাঁড়ালেও এ আসনে দলীয় মনোনয়ন চাওয়ার আগ্রহ দেখালে এখানে দীর্ঘদিন ধরে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রচারণায় থাকা ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল দলীয় মনোনয়নপত্র কেনা থেকে বিরত থাকেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার তপন ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাও বিরত থাকেন দলীয় মনোনয়ন ফরম কেনা থেকে। কিন্তু জয়নাল হাজারীসহ কয়েকজন দলীয় মনোনয়ন নিয়েছেন। এ কারণে নাসিমের জন্য দলীয় মনোনয়ন পাওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন। এ সুযোগে জাসদ নেত্রী শিরীন আখতার এ আসনে মনোনয়ন পেয়ে যেতে পারেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশঙ্কা করছেন।

তবে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী নির্বাচনে শিরীন আখতারকে মহাজোটের তাকে প্রার্থী হিসেবে মেনে না নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এখন তিনি কোনো কারণে মহাজোটের প্রার্থী হলেও আওয়ামী লীগ থেকে ভোটের মাঠে কতটুকু সহানুভূতি পাবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন।

এ দিকে বিপুল ভোটের ব্যবধানে পাঁচবার ফেনী-১ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি কারাগারে থাকলেও তার পক্ষে দল মনোনয়ন ফরম তুলেছে। তিনি ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারসহ দশজন বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

 


আরো সংবাদ



premium cement