১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

ফেনীতে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - ছবি : নয়া দিগন্ত

সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার ফেনীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। সুজন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লক্ষন বণিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদার। সভায় আরো বক্তব্য রাখেন শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কবি ইকবাল আলম, সুজন ফেনী পৌর শাখার সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, ছাগলনাইয়া উপজেলা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির লিটন, দাগনভূঞা কমিটির প্রতিনিধি মোশাররফ হোসেন, ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সংগঠক সাইদুল মিল্লাত মুক্তা প্রমুখ।
সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সরকারের নিকট প্রত্যাশা ব্যক্ত করেন।


আরো সংবাদ



premium cement