২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ছাত্রদলের ব্যানার করায় দুই ডিজাইনার আটক!

ফেনীতে ছাত্রদলের ব্যানার করায় দুই ডিজাইনার আটক - ছবি : সংগ্রহ

ফেনীতে ছাত্রদলের মিছিলের ব্যানার তৈরি করায় দুই ডিজাইনারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে শহরের বড় মসজিদ সংলগ্ন সৃষ্টি ডিজিটাল সাইনে হানা দেয় সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি। কিছু না বলেই পুলিশ পরিচয় দিয়ে ডিজাইনার সমির দাসকে তুলে নিয়ে যায়।

একই সময় পাশ্ববর্তী মহসিন রাবার স্ট্যাম্প এন্ড গ্যালারি থেকে দোকানী মহসিনকে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। একপর্যায়ে রাতে জানা যায় সমির দাস ও মহসিন ফেনী মডেল থানায় রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার ভোরে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে বিক্ষোভ করে নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানারটি তৈরির অর্ডার নেন মহসিন আর সেটি সৃষ্টি ডিজিটালে ছাপা হয়। এ ঘটনায় থানায় মামলা না হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় আটক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থাকার ওসি আবুল কালাম আজাদ জানান, তিনি বিষয়টি অবহিত নন।

আরো পড়ুন: 

লক্ষ্মীপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া : আহত ১০
লক্ষ্মীপুর সংবাদদাতা 
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা।

আজ রোববার সকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীয়া মাদরাসা এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ লাটিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে যুবদল নেতা পলাশ, মহিউদ্দিন, কাউছার, শরিফ, মনির হোসেন, জামাল উদ্দিন ও কালুসহ ১০ জন আহত হয়।


জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সদর থানা পশ্চিমের আহবায়ক মিলন হোসেন, যুগ্ম-আহবায়ক আবদুল মালেক মেম্বার, সদর থানা পূর্ব যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইব্রাহিমসহ জেলা-উপজেলা ও পৌরসভার যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আলীয়া মাদরাসা এলাকায় পৌঁছলে পুলিশ ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় যুবদলের ১০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।

তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লোকমান হোসেন জানান, মিছিলে কোনো লাটিচার্জ করা হয়নি। পুলিশ দেখে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা 

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল।

আজ রোববার সকালে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের মাদরাসা রোড থেকে শুরু হয়ে টিএ রোড এলাকা প্রদক্ষিণ করে। এ সময় যুবদল নেতাকর্মীরা মুহুর্মুহু শ্লোগানের মাধ্যমে সাজানো রায় বাতিল এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো: শামীম মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মী ছাড়াও অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক ও বিএনপি নেতা আসাদুজ্জামান শাহীন। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সাকিবে উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন

সকল