২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যৌথবাহিনীর উদ্যোগে দীঘিনালায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

-

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় যৌথবাহিনীর উদ্যোগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শিববাড়ী এলাকার কালা পাহাড় নামক এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে একটি একনলা বন্দুক, কিছু গান পাউডার, ফায়ারকৃত বুলেটের প্রজেক্টাইল, রান্না করার জিনিসপত্র ও বেশ কিছু গোপন নথিপত্র রয়েছে।
জানা যায়, ইউপিডিএফ প্রসীত বাহিনীর ২৫-৩০ জনের একটি সশস্ত্র গ্রুপ দীঘিনালা উপজেলার শিববাড়ী এলাকার কালা পাহাড় নামক স্থানে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ০৬ টায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ আবদুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আমি শুনেছি। ঘটনা সত্য।


আরো সংবাদ



premium cement