২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হাতিয়ায় ভরা মৌসুমে বাজার ইলিশশূন্য

হাতিয়ায় ভরা মৌসুমে বাজার ইলিশশূন্য - ছবি : নয়া দিগন্ত

ভরা মৌসুমেও হাতিয়ার সাধারণ মানুষ সুস্বাদু ইলিশ থেকে বঞ্চিত। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত দ্বীপের হাট বাজার গুলোতে ইলিশ না পেয়ে সবার মাঝে হতাশা বিরাজ করছে। মাঝে মধ্যে দুই-একটা ইলিশ পাওয়া গেলেও দাম সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। ফলে হাতিয়ার নিম্ম ও মধ্যবিত্তরা ইলিশের স্বাদ নিতে পারছেন না।

হাতিয়ার চারিপাশের নদী ও সাগরে মাইলের পর মাইল নৌকা ভাসিয়ে আশানুরূপ ইলিশ না পেয়ে জেলেদের মাঝেও হতাশা বিরাজ করছে। নদীতে এ সময় মাছের স্বল্পতায় জেলেদের মাঝেও চিন্তার রেখা ফুটে উঠেছে। সারাদিন জাল ফেলে খরচ না পোশায় জেলেদের দুর্ভোগ বাড়ছে। নৌকায় অলস বসে সময় পার করছেন। একদিকে মহাজনদের দাদনের যাঁতাকলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে অন্যদিকে ব্যবসায়ীদের খরচের পরিমান বেড়ে দ্বিগুন হচ্ছে। এছাড়াও রয়েছে জলদস্যূদের অত্যাচার। নিয়মিত টোকেন সংগ্রহ না করলে নদীতে মাছধরা কঠিন হয়ে পড়ে। নৌকা জাল লুট করে শুধু তাই নয়। মাঝিমাল্লাদেরকে আটকিয়ে মুক্তিপণ দাবি করে।

সূর্যমুখী মৎস্যঘাটের স্থানীয় মৎস্যজীবিদের সাথে কথা বলে জানা যায়, জৈষ্ঠ্য-আষাঢ় মাসে নদীতে খুব অল্প স্বল্প ইলিশ পাওয়া গেলেও দাদনচক্রের কারণে সেগুলো নদী থেকে প্রক্রিয়াজাত হয়ে দেশের বড় বড় আড়তে চলে যায়। সাগরে ইলিশের অপ্রতুলতায় স্থানীয় বাজারগুলোতে ইলিশ পাওয়া কঠিন হয়ে পড়ে।
সূর্যমুখী ঘাটের খবির উদ্দিন মাঝি বলেন, গত বর্ষার শুরুতে ইলিশের আধিক্য থাকলেও এবার তা দেখা যাচ্ছে না। বুধবার তার নৌকার ১৫ জন মাঝি-মাল্লারা সারাদিনে ২০-২৫ কেজি ইলিশ ধরলে নৌকার খরচ উঠানো কষ্টকর হয়ে পড়ে। অন্য সীজনে যেখানে ৪-৬ মণ ইলিশ ধরা পড়ত। তবে এখানকার অনেক মাঝির ধারণা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি থেকে মাছ লাগার সম্ভাবনা আছে।
মাছের এ অপ্রতুলতার কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর (অতিরিক্ত দায়িত্ব) জানান, জলবায়ু পরিবর্তন জনিত কারণে ইলিশের সিজন শিফ্ট হয়েছে। আমরা আশা করছি আগামী ১৫-২০ দিন পর ইলিশের দেখা মিলবে।

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল