২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলেল সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু - ছবি: নয়া দিগন্ত

কুষ্টিয়ায় আমার দেশ সম্পাদক মাহমদুর রহমানের ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবেশদ্বার কর্ণফুলী ব্রীজ থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, এড. মহিউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো: ফৌজুল কবির ফজল

 

 এছাড়া আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শফিউল করিম শফি, কর্ণফুলী উপজেলা সভাপতি মো: ফারুক, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম, মাহমুদ উল্লাহ।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, দেশে আজ আইনের শাসন বলতে কিছু নেই। থাকলে জাতির বিবেক সাংবাদিকের উপর এমন বর্বরোচিত হামলা সম্ভব হতো না। এর আগে কুষ্টিয়া আদালতে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকা অবস্থায় পুলিশের নিরাপত্তা চাইলেও তা দেয়া হয়নি।

বক্তারা বলেন, মাহমুদুর রহমান নয় যেন আজ পুরো বাংলাদেশ আক্রান্ত। অবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম চৌধুরী, আনিসুর রহমান ফারুকী, মো: দেলোয়ার হোসেন, লুৎফুর রহমান চৌধুরী টিটু, জিয়াউল কাদের জিয়া, তৈয়ব চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী মুকুল, রবিউল হোসেন ছোটন, মোনায়েম খান, আরিফ বিল্লা চৌধুরী, সাখাওয়াত হোসেন, আবদুস সালাম রানা, এস.এম. জাহেদ, মো: ফয়সাল, মো: সালাউদ্দিন, মনির আহমেদ, ফরিদ উদ্দিন, এনামুল হক এনাম, শরিফ উদ্দিন, মো: ফারুক, জামাল উদ্দিন মিন্টু, মামুনুর রশিদ, মাসুদুল করিম, জসিম উদ্দিন হিরু, সুজন মেম্বার, শাহ নেওয়াজ, সোহেল, বশির, জাহেদ, শাহজাহান জয়, মঈনুদ্দিন, মান্নান, মো: শাহেদ, শওকত আলী খান, নুর হোসেন মনির, মফিজুল আলী মিনু, আবদুল আজিজ, সোলায়মান, নুর হোসাইন, খোকন, ইমরান, নিজাম, ফরহাদ, রিহাদ, সাদ্দাম, সোহেল, হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement