২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কসবায় ঘূর্ণিঝড়ে বাড়িঘরসহ গাছপালা ক্ষতিগ্রস্ত, আহত ৪

-

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড়ে দুই গ্রামে প্রায় ২০টি বাড়িঘর ও গাছপালাসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এ সময় অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার ও দক্ষিণখার গ্রামের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্র্ণিঝড়ে আহতরা হলেন- রৌশন মিয়া(৫০), রুমন মিয়া(২৬), সামছুল মিয়া(৪০) ও হান্নান মিয়া (৪৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০/৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রচন্ড ঘূর্ণিঝড়ে দক্ষিণখার গ্রামের রৌশন মিয়ার ২টি ঘর সম্পূর্ণভাবে উড়িয়ে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরো কয়েকটি ঘরের। এছাড়া মাইজখার গ্রামের সামছু মিয়া, রুক্কু মিয়া, হান্নান মিয়া, হোসেন হাজীর সহ প্রায় ১৫টি ঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।


আরো সংবাদ



premium cement