২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

৫ হাজার শিক্ষার্থী মাদক ও বাল্যবিবাহকে লালকার্ড দেখাল

৫ হাজার শিক্ষার্থী মাদক ও বাল্যবিবাহকে লালকার্ড দেখাল। -

কুমিল্লা নগরীর খ্যাতনামা ৪টি বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন ও মাদক বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিয়েছে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

জানা যায়, কুমিল্লা জিলা স্কুল মাঠে নগরীর ৪টি বিদ্যালয়ের লাল কার্ড প্রদর্শন ও শপথ নেয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ। এছাড়াও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেউরা এম, আই উচ্চ বিদ্যালয় ও ইবনে তাইমিয়া স্বুল এন্ড কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন এবং শপথ নেন। এসময় নিজ নিজ প্রতিষ্ঠানে শপথ পাঠ করান বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগম, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, ইবনে তাইমমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল, নেউরা এম, আই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সংকর চন্দ্র সরকার, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, চৌদ্দগ্রাম শাখার উপদেষ্টা এম আনোয়ার মজুমদার বাঁধন প্রমূখ।

উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করছেন। কুমিল্লা ছিলো তার ৪৮ তম জেলা। আগামীকাল সিলেট বিভাগে কার্যক্রম শুরু করা হবে।


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল