২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মতলব উত্তরে ইউএনও’র গুচ্ছ গ্রাম পরিদর্শন

নির্বাহী অফিসার শারমিন আক্তার গাছের চারা রোপণ করছেন -

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার সোমবার বিকেলে উপজেলার এখলাছপুর ইউনিয়নের চর উমেদে অবস্থিত মেঘনা গুচ্ছ গ্রাম পরিদর্শন করেন। পরে ওই এলাকায় কাঠ বাদাম ও ছবেদা গাছের চারা রোপন করেন।

এ সময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুভাশিষ ঘোষ, উপ সহকারি প্রকৌশলী (এলজিইডি) ইউনুছ মিয়া, ঠিকাদার আলাউদ্দিন, সহকারি ভূমি কর্মকর্তা কামরুজ্জামান, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সিনিয়র সাংবাদিক শেখ ওমর ফারুক, সাংবাদিক বাবুল মুফতি, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি আবুল কাসেম প্রমুখ।

মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, মেঘনা গুচ্ছ গ্রামে ৭০টি ঘর তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থ বছরে ৫০টি এবং ২০১৭-১৮ অর্থ বছরে ২০টি ঘর নির্মাণ করা হয়। ৭০টি পরিবারের জন্য ৭০টি টয়লেট এবং চুলার ব্যবস্থা করা হবে। প্রতি ১০টি পরিবারকে ১টি করে আর্সেনিক মুক্ত টিউবওয়েলের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক পরিবারকে স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র ঋণ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement