২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বান্দরবানে সড়ক যোগাযোগ স্বাভাবিক

-

টানা চারদিন ভারী বৃষ্টিপাতের পর পানি কমতে শুরু করেছে বান্দরবানে। শহরে নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। আর গত মঙ্গলবার দুপুরের পর বৃষ্টি কমে আসায় স্বাভাবিক হয়েছে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ।
বিভিন্ন উপজেলার অভ্যন্তরীন সড়কে চলাচল করছে যানবাহন। এছাড়া সকাল থেকে শহর ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। তবে রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ এখনো পুরোপুরি চালু হয়নি। এছাড়া রুমা উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে বর্ষায় যে কোনো ধরণের দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য ১২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বাতিল করা হয়েছে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।


আরো সংবাদ



premium cement