২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

উজান থেকে আসা ঢলে পানিবন্দি ফেনীর মানুষ

উজান থেকে আসা ঢলে পানিবন্দি ফেনীর মানুষ। ছবি - নয়া দিগন্ত।

দুই দিনের টানা বর্ষণ ও ভারত সীমান্তের ওপার থেকে ধেঁয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে ছাগলনাইয়া উপজেলার নিন্মাঞ্চলের বাড়ি-ঘর ও রাস্তা ঘাট তলিয়ে গেছে ।

ছাগলনাইয়া উপজেলায় মুহুরী নদীর তীরবর্তী মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর, মাটিয়াগোদা, উত্তর সতর গ্রামের তিন শতাধিক বাড়িতে পানি উঠেছে। এ ছাড়া শুভপুর ইউনিয়নের চম্পক নগর, দারোগারহাট, রাধানগর ইউনিয়নের নিজপানুয়া, পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া, মটুয়ার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ছাগলনাইয়া করেরহাট, মহুরীগঞ্জ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। চম্পক নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বানের পানিতে তলিয়ে গেছে ।

মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা জানান, তার এলাকায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন ।


আরো সংবাদ



premium cement