২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তুমব্রু জিরো লাইনে রোহিঙ্গাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে

-

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের জিরো লাইনে বসবাসকারী রোহিঙ্গাদের ঘরবাড়ি পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তুমব্রু খালের পানি বেড়ে গেলে রোহিঙ্গাদের বসতঘরগুলো পানিতে তলিয়ে যায়। ফলে ঐ এলাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
রোহিঙ্গারা এখন সীমান্তের নো মেন্স ল্যান্ডের পাহাড়ি টিলায় অবস্থান নিয়েছে। অনেকে বাংলাদেশের ভুখন্ডেও আশ্রয় নিয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ঠেকাতে সেখানে কিছু বাঁশের তৈরী মাচানঘর তৈরী করা হলেও তা নিতান্তই অপ্রতুল। বর্তমানে তুমব্রু সীমান্তের জিরো লাইনে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা বসবাস করছে।
পাহাড়ি ঢলে রোহিঙ্গাদের ঘরবাড়িগুলোতে পানি ঢুকে পড়েছে। খাওয়ার পানির নলকুপও তলিয়ে গেছে। তবে এ ঘটনার পর সীমান্তে মায়ানমার বিজিপির টহল বাড়িয়েছে। তুমব্রু সীমান্তের রোহিঙ্গা নুর মোহাম্মদ ও মো আনুয়ার জানান ঢলের পানিতে দুর্ভোগ আমাদের চরমে উঠেছে। আমরা এখন আতংকের মধ্যেও আছি। কারন বিজিপি সীমান্ত ঘেষে টহল দিচ্ছে। আমরা যাতে ওপারে আশ্রয় নিতে না পারি। অন্য রোহিঙ্গারা জানান বর্ষায় আমাদের এখানে থাকা কষ্টকর হয়ে পরবে। থাকতে হলে সব রোহিঙ্গাদের জন্যই মাচানঘর বানাতে হবে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার কামাল জানান রোহিঙ্গারা সাহায্য চাইলে তাদের সাময়িক সময়ের জন্য এপারে থাকার ব্যবস্থা করা হতে পারে। তবে পানি নেমে গেলে তাদের জিরো লাইনে চলে যেতে হবে।


আরো সংবাদ



premium cement