২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভিজিএফের চাল নিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

-

হাটহাজারী পৌরসভায় ভিজিএফ এর চাল নিতে গিয়ে হাদী গিয়াস উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারী পৌর সদরের ফকির বাড়ির মৃত মফিজুর রহমান মাস্টারের ছেলে বলে জানা গেছে।

সুত্র জানায়, রবিবার পৌরসভার পুরনো কার্যালয়ে সকাল থেকে পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণের কাজ চলছিল। সকাল থেকেই ভিজিএফ কার্ড প্রাপ্ত লোকজন লাইনে দাড়িয়ে চাল সংগ্রহ করছিল। সকাল আনুমানিক ১০টার দিকে গিয়াস উদ্দিন সেখানে চাল নিতে আসে। তিনি লাইনে দাঁড়ানোর কিছুক্ষন পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটহাজারী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই একরাম ও এসআই জলিল ঘটনাস্থলে এসে গিয়াসের মৃতদেহ উদ্ধার করেন। এসআই একরাম বলেন, লাশের শরীরে কোন প্রকার আঘাত বা জখমের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ভাই হাদী মো. মহিউদ্দিন বলেন, গিয়াস উদ্দিন রোজা রাখাবস্থায় ছিলেন। এছাড়া আগে থেকে তার ডায়াবেটিকস ও ব্লাড প্রেসার সমস্যা ছিল। হয়তো সে কারণে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। আমরা বিনা ময়না তদন্তে লাশ দাফন করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবো।

হাটহাজারী পৌর প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন জানান, ঘটনার সময় লাইনে তেমন কোন জ্যামও ছিলোনা। তিনি সারিবদ্ধ লাইন থেকে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ও মারা যান।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলী বলেন, জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে আছি। সারিবদ্ধ লাইন থেকে মাটিতে লুটিয়ে পড়ে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছি। আমরা এ ঘটনায় মর্মাহত। নিহতের পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
নিহত গিয়াস বড় ভাইয়ের ডেকোরেশানের দোকানে সহযোগিতা করত। তার দুই শিশু ছেলে ও এক মেয়ে রয়েছে।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল