২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
কুমিল্লায় প্রীতি বিতর্কে

ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা। ছবি - সংগৃহীত

কুমিল্লা ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় ব্রাজিল সমর্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সমর্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। শনিবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ সমবায় ব্যাংক ভবনে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি সাংবাদিক শাহাজাদা এমরান।

‘ব্রাজিলই এবার বিশ্বকাপ জিতবে ’ শীর্ষক বিষয়ের উপর কুমিল্লা ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে। ব্রাজিলকে সমর্থন করে পক্ষে ছিল ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় এবং আর্জেন্টিনাকে সমর্থন করে বিষয়ের বিপক্ষে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় আর্জেন্টিনা সমর্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বিতার্কিক হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইমিতিয়াজ আহমেদ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এড. মোহাম্মদ মোজাদ্দেদ হাসান আদনান এবং কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফ হোসেন। উপস্থিত ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এবং নয়াদিগন্ত কুমিল্লা সংবাদদাতা হাবিবুর রহমান চৌধুরী।

বিতর্ক প্রতিযোগিতায় ব্রাজিল সমর্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় দলের বিতার্কিকগন হলেন, হাসান তারেক, মিলকান হোসেন প্রান্ত এবং দলনেতা রিয়াদ হোসেন আর আর্জেন্টিনা সমর্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের বিতার্কিকগন হলেন, শামিম আহমেদ, ইমতিয়াজ আহমেদ এবং দলনেতা দেব প্রকাশ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা ডিবেট ফেডাডেরেশনের সভাপতিকাজী নাজমুল আহসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক আশিক পাটোয়ারী।

আরো পড়ুন : স্বস্তির জয়ে প্রস্তুত জার্মানি

অবশেষে জয়খরা কাটল জার্মানির। বৈশ্বিক ফুটবলের শ্রেষ্ঠত্ব অক্ষুণ রাখার দুঃস্বপ্নের প্রস্তুতির সমাপ্তি খেলায় জয়োৎসবের সৌভাগ্য হয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নদের। তবে ইউরোপীয় এলিট ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন টিম জার্মানির মাঠের নৈপুণ্যে মন ভরেনি ভক্তদের। উল্টো সৌদি আরবের মতো প্রতিপক্ষে মোকাবেলায় ব্রাজিল আসরের চ্যাম্পিয়নদের ঘাম ঝরানো জয় শঙ্কা বাড়িয়ে দিয়েছে জার্মানদের শ্রেষ্ঠত্ব অটুট রাখার রাশান বিশ্বকাপের সাফল্যের উৎসবের। শুক্রবার লেভারকুসেনে অনুষ্ঠিত প্রীতিম্যাচে ফিফা র্যাংকিংয়ের অনেক নিচুতে থাকা সৌদি আরবকে হারাতেই কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হয়েছে জার্মানদের। আসন্ন রাশিয়া বিশ্বকাপের শেষ প্রস্তুতির খেলায় তারা জয়োৎসব করেছে সৌদি আরবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে। টানা ৫ প্রীতিম্যাচে জয়শূন্য জার্মানদের এটিই প্রথম সাফল্য রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির মিশনে। একই দিনের আরেক ম্যাচে বিশ্বকাপ প্রস্তুতির বহু-প্রতীক্ষিত জয়ের দেখা পেয়েছে ইউরোপের লড়াকু দল ক্রোয়েশিয়া। পর পর দুই হাইভোল্টেজ খেলায় হারের ধাক্কা পেছনে ফেলার মিশনে লুকা মডরিচ-র্যাকিচিচের মতো প্লে-মেকার সমৃদ্ধ দলটি দুর্দান্ত কামব্যাক নৈপুণ্য উপহার দেন।

হোম ভেনু গ্রাডাস্কি ভিআরটি স্টেডিয়ামের খেলায় প্রথম পিছিয়ে পড়ার পরও ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়ে দেয় আসন্ন বিশ্বকাপের আফ্রিকান প্রতিনিধি সেনেগালকে। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধের খেলায়। ৪৮ মিনিট সফরকারী আফ্রিকার দলটিকে এগিয়ে দেন ইসমাইল সার। প্রথমে পিছিয়ে পড়ার পরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন ক্রোয়েট ফুটবলাররা। সাফল্য পেতেও দেরি হয়নি তাদের। ৬৩ মিনিটে তারকা অ্যাটাকার ইভান পারিসিচ দর্শনীয় ফ্রি-কিক গোলে সমতায় ফেরান স্বাগতিকদের। পরপর দুই হাইভোল্টেজ প্রীতিম্যাচের হারের যন্ত্রণা পেছনে ফেলতে মরিয়া ক্রোয়েটদের উদ্ধারে এগিয়ে আসেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট আগে তার চমৎকার পাস থেকে দারুণ এক গোলে ক্রামারিচ ২-১ গোলে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। শেষ পর্যন্ত তার ওই গোলটিই নেতৃত্ব দেয় দলটির আসন্ন বিশ্বকাপের স্বস্তির প্রস্তুতি সমাপ্তির সাফল্যে।

লেভারকুসেন স্টেডিয়ামে জার্মানির সাম্প্রতিক সময়ের জয় খরা কাটানোয় এক্স ফ্যাক্টর পারফরম্যান্স উপহার দেন তারকা অ্যাটাকার মার্কো রুইস। ২০১৬ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দারুণ সব ড্রিবলিংয়ে নজর কাড়েন ভক্তদের। জার্মানির প্রথমে লিড নেয়ার গোলের বলও তিনি জোগান দেন। অষ্টম মিনিটে রুইসের ডিফেন্স চেরা ক্রসের বল চোখের পলক না পড়তেই সৌদি আরবের জালে ঢুকিয়ে দেন টিমো ওয়ার্নার। বিরতির দুই মিনিট আগে উমরের আত্মঘাতী গোল খেলার রেস থেকেই ছিটকে দেয় সফরকারীদের। তবে শেষ পর্যন্ত লড়াকু নৈপুণ্য অব্যাহত রাখার পুরস্কার ধরা দেয় সৌদির তিলকে।

নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে আল জাসিমের গোলে হারের ব্যবধান ২-১ এ নামিয়ে আনতে সক্ষম হয় এশিয়ার জায়ান্ট সৌদি আরব। ২০০২ সালের বিশ্বকাপের গ্রুপপর্বে খেলায় তাদেরকে ৮-০ গোলে বিধ্বস্তের লজ্জা হজমে বাধ্য করেছিল জার্মানি। দিনের অন্য আরেক ম্যাচের লড়াইয়ে জিতেই রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির মিশন সমাপ্ত করেছে সুইজারল্যান্ড। হোম ভেনুতে প্রীতিম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দেয় জাপানকে।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল