২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শেষ বেলায় কমেছে সূচক হাজার কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন

-

ধারাবাহিকভাবে বেড়েই চলেছে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবারো হাজার কোটি টাকার উপরে লেনদেন দেখা গেল।
লেনদেন বাড়লেও এ দিন মূল্যসূচকের পতন হয়েছে। সেই সাথে দরপতন হয়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা সংশোধন হলো। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বাজারটিতে লেনদেন দ্বিগুণ বেড়েছে। আর বিপরীতে কমেছে সূচক। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৭ পয়েন্ট আর সিএসইতে কমেছে ২৫ পয়েন্ট। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৬৭ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শেষে মূল্যসূচকের পতন হলেও এ দিন শুরুতে বড় উত্থান হয়েছিল। লেনদেনে অংশ নেয়া প্রায় সব ক’টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম আধা ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫৮ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ করেই বদলে যেতে থাকে চিত্র। লেনদেনে অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক এবং দিনের লেনদেন শেষে তা পতনে রূপ নেয়।
দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমে ১৮৮টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত থাকে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৯০ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের কিছুটা পতন হলেও এ দিন ডিএসইতে সাড়ে ১৩ মাস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে। দিনভর বাজারটিতে ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর আগে গত বছরের ৩০ জানুয়ারি ১ হাজার ২৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়। এরপর আর বাজারটিতে হাজার কোটি টাকার লেনদেন হয়নি। সে হিসেবে এক বছরেরও বেশি সময় পর ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।
এই লেনদেন বাড়ার দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সামিট পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার।
এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছেÑ ওরিয়ন ফার্মা, ন্যাশনাল টিউবস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল। অন্য দিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ শ্যামপুর সুগার, সানলাইফ ইন্সুরেন্স, হাক্কানী পাল্প, সমতা লেদার, সিলভা ফার্মা, আমরা নেট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ঢাকা ইন্স্যুরেন্স ও ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড।
অপর শেয়ারবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩২ কোটি ২৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩৫ কোটি টাকা। গতকাল লেনদেনে অংশ নেয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৩টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৩ লাখ ৭৬ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ার লিমিটেডের। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা কোহিনূর কেমিক্যাল ৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ ব্র্যাক ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, লাফার্জহোলসিম, নর্দার্ন জুট, পিপলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড।

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল