২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজারে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভা অনুষ্ঠিত

-

বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্যবিমোচনে কাজ করে যাচ্ছে বিশে^র বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ‘লক্ষ্যে অটল থেকে যেমন ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন তেমনি নতুন নতুন উদ্ভাবনে অনুপ্রাণিত করেছেন সবাইকে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন।’ গতকাল কক্সবাজার শহরে এক সভায় এভাবেই ব্র্যাকের প্রতিষ্ঠাত স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করেন বক্তারা। জেলা প্রশাসক মো: কামাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি প্রান্তরেই ব্র্যাকের কোনো না কোনো সেবাকেন্দ্র সক্রিয় রয়েছে। আর সেই প্রত্যন্ত গ্রাম কিংবা ইউনিয়নে সেবা প্রদান করছেন ব্র্যাক কর্মীরা যেটি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন কক্সবাজারে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, ‘আবেদ ভাইকে ঘনিষ্ঠভাবে দেখার সৌভাগ্য হয়েছে আমার। তাকে প্রথমবার দেখি চাকরি জীবনের চার বছর পর ১৯৯১ সালের ঘূর্ণিঝড়-পরবর্তী এক প্রস্তুতি সভায়। তারপর বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন সময় মাঠ পরিদর্শনে আলাপচারিতা হয়েছে তার সাথে। আরো বক্তব্য দেন ও স্মৃতিচারণ করেন মো: সামসুদ্দোজা, অতিরিক্ত কমিশনার, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর, কক্সবাজার, আবু মোর্শেদ খোকা, সভাপতি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজ, কক্সবাজার, পিটার গেস্ট, হেড অব সাব-স্টেশন, বিশ^ খাদ্য কর্মসূচি, কক্সবাজার, মোহাম্মদ খালেদ মোর্শেদ, হেড অব অপারেশন, মানবিক সহায়তা কর্মসূচি, ব্র্যাক, কক্সবাজার, এবং আবু বকর সিদ্দিকী সাবেক ব্র্যাক কর্মী। কক্সবাজার (দক্ষিণ) সংবাদদাতা।

 


আরো সংবাদ



premium cement