২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জুতা প্রস্তুতকারকদের ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের জামানতবিহীন লোন

-

দেশে জুতা উৎপাদনকারী উদ্যোক্তাদের এসএমই লোন প্রদানে একটি অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এসএমই ফাউন্ডেশন। চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে উদ্যোক্তাদের বিশেষ হারের মূলধন অর্থায়ন/ টার্ম লোন দেবে। এই অর্থায়নের ব্যবস্থাটি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতাভুক্ত। এতে উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই এক লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। চুক্তি অনুসারে এ জন্য এসএমই ফাউন্ডেশনের কাছ থেকে ১২ কোটি টাকা গ্রহণ করবে ব্র্যাক ব্যাংক। গত ১৯ জানুয়ারি ঢাকায় এসএমই ফাউন্ডেশনের অফিসে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মো: সফিকুল ইসলাম চুক্তিটিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement