২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তিন দিনের উত্থানেও পোষায়নি দুই দিন পতনের ÿতি

সপ্তাহ শেষে কমেছে সূচক ও লেনদেন ; মন্দাবাজারে বেড়েছে বøকের লেনদেন 
-

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিন কার্যদিবসে উত্থান এবং দুই কার্যদিবসে পতন হয়। তবে হ্রাস-বৃদ্ধির হিসাব শেষে দেখা গেছে, তিন কার্যদিবসের বৃদ্ধির চেয়ে দুই কার্যদিবসের সূচক ও দরপতনই ছিল বেশি। ফলে সপ্তাহ শেষে দেশের দুই পুঁজিবাজারেই কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর, সূচক ও লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৬৮ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমেছে। এ ছাড়া ডিএসইতে গড় লেনদেন আগের সপ্তাহ থেকে কমেছে ৫১ কোটি ২৭ লাখ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ। তবে এর চেয়ে বড় বিষয় হলো গত সপ্তাহটি গেছে বিনিয়োগকারীদের জন্য দুঃস্বপ্নের মতো। কেননা সপ্তাহের মাঝামাঝিতে সূচক ও শেয়ার দরে ধস নেমেছিল। এ সময় সব ক’টি সূচক নেমে গিয়েছিল ভিত্তি পয়েন্টেরও নিচে। এ ছাড়া লেনদেন ছিল মাত্র ২০০ কোটি টাকার ঘরে। এ দিকে এমন মন্দার বাজারেও ডিএইতে বøকমার্কেটের লেনদেন বেড়েছে।
গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩২০ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৯২১ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহ থেকে ২৫৬ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ১৬৩ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৭ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৪ টাকা। ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয় ২৬৪ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৫৮৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ২১৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫১ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ৬৩২ টাকা বা ১৬ দশমিক ২৬ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৫০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ এবং সিএসই-৩০ সূচক দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪০ পয়েন্ট ও ১ হাজার ৪০৬ পয়েন্টে। ডিএসইতে চালু হওয়া নতুন সূচক সিডিএসইটি ২ পয়েন্ট বেড়ে ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬০টি বা ১৭ শতাংশের, কমেছে ২৭৭টির বা ৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৫৫ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ৫৭৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ১২ লাখ ৩৮ হাজার ১৩৫ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৫৫৯ টাকা বা ১৫ শতাশ কমেছে। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০০ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স ১০০ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ এবং সিএসআই ১০ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৭ হাজার ৬৩৪ পয়েন্ট এবং ৮০২ পয়েন্ট। সিএসইর অপর দুই সূচকের মধ্যে সিএসই ৩০ সূচক ১০৭ পয়েন্ট বা ১ শতাংশ এবং সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট বা ০ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৬৬ পয়েন্ট এবং ৯২৫ পয়েন্ট। গত সপ্তাহে সিএসইতে মোট ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়। এর মধ্যে দর বাড়ে ৪৭টির বা ১৫ শতাংশ, দর কমে ২৩১টির বা ৭৮ শতাংশ এবং দর অপরিবর্তিত থাকে ২০টির বা ৭ শতাংশ।
বøক মার্কেট : বাজারের চরম মন্দার মধ্যও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বøক মার্কেটের লেনদেন এর আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে ২৮টি প্রতিষ্ঠান ডিএসইর বøক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৯৭ লাখ ৭৮ হাজার একটি শেয়ার ৭৫ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকায় লেনদেন হয়। এর আগের সপ্তাহে ডিএসইর বøকে ৩৬ প্রতিষ্ঠানের ১ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৪৮৩টি শেয়ার ৬২ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকায় লেনদেন হয়। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বøকে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে আটটি। প্রতিষ্ঠানের সংখ্যা কমলেও লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা।
পিই রেশিও কমেছে : গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১ দশমিক ৮৯ শতাংশ কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১১ দশমিক ১৩ পয়েন্টে, যা সপ্তাহ শেষে ১০ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ পয়েন্টে।

 

 


আরো সংবাদ



premium cement
বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী

সকল