২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এসিআই ‘সুপ্রিম সুরক্ষার আবরণে উত্তরবঙ্গের শীতার্তরা’

-

উত্তরবঙ্গে সুবিধাবঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়াতে এসিআই সুপ্রিম গ্রহণ করেছে ‘সুপ্রিম সুরার আবরণ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মধ্য দিয়ে সবার কাছে তুলে ধরা হয় ‘সুপ্রিম সুরার আবরণ’-এর বার্তা। মাইক্রোসাইট ও গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে মানুষ অংশগ্রহণ করছে ‘সুপ্রিম সুরার আবরণ’-এ। ঢাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন লোকেশন থেকে একত্র করা প্রতিটি কাপড় সুপ্রিম ওয়াশে জীবাণুমুক্ত করে প্যাক করা হয় উত্তরবঙ্গের শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে। সম্প্রতি রংপুর বিভাগের ঈশ্বরপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতের কাপড়গুলো বিতরণ করা হয়েছে। ‘সুপ্রিম সুরার আবরণ’-এর এই উদ্যোগে উষ্ণ পোশাক দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের শীতযাপনকে একটু সহনীয় করতে এগিয়ে আসেন অনেকেই। সুপ্রিম সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement