১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সপ্তাহের শেষ দিন কিছুটা বেড়েছে সূচক ও লেনদেন

-

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ফলে প্রধান সূচক এবং লেনদেনও কিছুটা বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ২ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১৩ পয়েন্ট। এ ছাড়া ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৫ কোটি টাকার উপরে। আর সিএসইতে লেনেদেন বেড়েছে পৌনে তিন কোটি টাকা। তবে এ দিন পুঁজিবাজারের বিশেষ সূচকগুলো কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকে মিশ্রভাব থাকলেও ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৬৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এ দিকে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বাড়লেও তিন শ’ কোটি টাকার ঘরেই আটকে ছিল। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯৪ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৩৮ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিং সাইন টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯ লাখ টাকার। ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছেÑ স্কয়ার ফার্মাসিউটিক্যাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
ব্লক মার্কেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে মোট ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৪৫ লাখ ৪৯ হাজার ১৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৫০ লাখ টাকা। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের। স্কয়ার ফার্মা ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এম এল ডাইং, প্রভাতি ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, রিং শাইন টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা, স্ট্যান্ডার্ড সিরামিক ও উত্তরা ব্যাংক লিমিটেড।
সিলকোর সাড়ে ৩৭ লাখ শেয়ার বিক্রয় যোগ্য : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালসের ৩৭ লাখ ৫০ হাজার শেয়ার লক ফ্রি বা বিক্রয়যোগ্য হচ্ছে। আজ প্রতিষ্ঠানটির এ শেয়ারগুলো লক ফ্রি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী রোববার অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে এসব শেয়ার বাজারে লেনদেন করা যাবে।
পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, আইপিওতে শেয়ার পাওয়া যোগ্য বিনিয়োগকারীদের মোট শেয়ারের ৫০ শতাংশ লক-ইন থাকে। এর মধ্যে ২৫ শতাংশ শেয়ারে ৬ মাস ও বাকি ২৫ শতাংশ শেয়ারে ৯ মাস লক-ইন থাকে, যা কোম্পানির লেনদেনের প্রথম দিন থেকে নির্ধারণ হয়।
কারখানার ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতের ব্যয় মেটাতে বিএসইসি অনুমোদন নিয়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে সিলকো ফার্মাসিউটিক্যালস। বিপরীতে দেয়া শেয়ার গত ১৩ জুন থেকে বাজারে লেনদেন হচ্ছে। ৩০ কোটি টাকা উত্তোলন করতে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৩ কোটি সাধারণ শেয়ার ছাড়ে সিলকো ফার্মাসিউটিক্যালস। এর ৫০ শতাংশ বা ১ কোটি ৫০ লাখ শেয়ার পেয়েছেন যোগ্য বিনিয়োগকারীরা।
দুই কোম্পানি হলট্রেড : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দু’টির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দু’টি হচ্ছে খুলনা পাওয়ার কোম্পানি ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, গতকাল বেলা ১২টা ৩ মিনিট পর্যন্ত প্রগ্রেসিভ লাইফের স্ক্রিনে ৪৪ হাজার ৪৪৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এই শেয়ারের সমাপনী দর ছিল ৯৩ টাকা ৬০ পয়সা। একই সময়ে কেপিসিএলের স্ক্রিনে ৩ লাখ ৬০ হাজার ৭৫০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়। আগের দিন এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৯ টাকা ১০ পয়সা।


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল