২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইমিউনুহিস্টোকেমেস্ট্রি ল্যাবরেটরির যাত্রা শুরু

-

প্রাভা হেলথ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমিউনুহিস্টোকেমেস্ট্রি ল্যাবরেটরি। এখানে সর্বাধুনিক প্রযুক্তিতে ক্যান্সার রোগ নির্ণয় ও নিরাময়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বয়ংসম্পূর্ণ ও কার্যকরী ল্যাব। ব্রেস্ট ক্যান্সার পজিটিভ এইচইআর২ প্রোটিন নির্ধারিত রোগীদের জন্য তিনজন খ্যাতনামা বিজ্ঞানীদের কাজের মূল্যায়ন করছে প্রাভা। তারা হলেন এইচ মাইকেল শেফার্ড, ডেনিস জে. স্ল্যামন এবং অ্যাক্সেল উলরিচ, যাদের কালজয়ী আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ‘লস্কর’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এই ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে প্রাভা হেলথের সিনিয়র ডিরেক্টর, ক্যান্সার ডায়াগনসটিকস ডক্টর জাহিদ হুসেন বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রাভা হেলথ এক পথপ্রদর্শক। এইচইআর২ টেস্ট সমৃদ্ধ আইএইচসি ল্যাব সহজেই অঙ্কোলজিস্টদের সুবিধা করে দেবে গোড়ায় ব্রেস্ট ক্যান্সার নির্ধারণ চিকিৎসা ও রোগ নিরাময় ত্বরান্বিত করবে নিরাময় ও সুদীর্ঘ জীবনযাপন। উদ্বোধনীর সময় ডক্টর সিমিন আক্তার, প্রাভা হেলথের মেডিক্যাল পরিচালক বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট। বিভিন্ন ক্যান্সারের টেস্ট (যেমন ব্রেস্ট, লাঞ্চ, কলোরেকটাল) সমূহের পরিষেবা দেয়ার লক্ষ্যে প্রাভা হেলথ সবসময় সক্রিয়। এতে অদূর ভবিষ্যতে ব্যবহৃত হবে ইমিউনুহিস্টোকেমেস্ট্রি টেস্ট। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে এই টেস্টসমূহ, যেন ক্যান্সার রোগীর স্বাস্থ্যসেবা ও জীবনের মান বহুলাংশে উন্নত হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement