১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে এসআইবিএলের ক্যাশ ওয়াক্ফের তাৎপর্য শীর্ষক সেমিনার

-

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে গত ১৯ অক্টোবর ‘ক্যাশ ওয়াক্ফের তাৎপর্য’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ। সেমিনারে ‘ক্যাশ ওয়াক্ফের তাৎপর্য’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ও ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। ক্যাশ ওয়াক্ফের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বক্তব্য প্রদান করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. আ ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement