২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ড্যাফোডিল ভার্সিটিতে ‘পেরেন্টস ডে’ অনুষ্ঠিত

-

ছাত্র-শিক্ষক-অভিভাবক এই ত্রি-মাত্রিক সম্পর্ককে আরো শক্তিশালী ও দৃঢ় করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত ১৮ অক্টোবর আশুলিয়ায় বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ‘পেরেন্টস ডে’ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান। বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজসহ বেশ কিছু অভিভাবক ও শিক্ষার্থী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু। অনুষ্ঠানে ড. সবুর খান জানান, একমাত্র ছাত্র-শিক্ষক-অভিভাবক এই ত্রি-মাত্রিক সম্পর্কের শক্তিশালী ও দৃঢ় বন্ধনের মাধ্যমেই উন্নত জীবন ও সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement