২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
বাকৃবিতে আন্তর্জাতিক কর্মশালা

কৃষি বাঁচাতে হলে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তির বিকল্প নেই

-

বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে যেসব দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষি, জীব-বৈচিত্র্যে ক্ষতিকর প্রভাব দৃশ্যমান হচ্ছে। এর প্রভাবে ২০৫০ সালের মধ্যে দেশের কৃষি হুমকির মুখে পড়বে। এর ফলে বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের পানির উচ্চতা বেড়েই চলেছে। এতে উজানের নদীর পানিতে বাড়ছে লবণাক্ততা যা ফসলি জমিতেও ছড়িয়ে পড়ছে। এ ছাড়াও বাড়ছে বৈশি^ক তাপমাত্রা, কমছে বৃষ্টির পরিমাণ। তাই দেশের কৃষিকে বাঁচাতে হলে জলবায়ুসহিষ্ণু কৃষি প্রযুক্তির বিকল্প নেই। উন্নত কৃষি গবেষণার মাধ্যমে জলবায়ুসহিষ্ণু বিভিন্ন শস্যের জাত উদ্ভাবন এবং তা মাঠপর্যায়ে ছড়িয়ে দেশের কৃষিকে বাঁচানো সম্ভব। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল এগ্রিকালচার’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন এসিআই এগ্রিবিজনেসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ড. এফ এইচ আনসারী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং মালয়েশিয়ার সাবা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন প্রতিনিধিসহ দুই শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইয়াফেস ওসমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। বাউরেস পরিচালক এবং অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব প্রফেসর ড. শামসুল আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই এগ্রিবিজনেসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ড. এফ এইচ আনসারী। এ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. নূর আহমেদ খন্দকার, প্রফেসর ড. মাহফুজুল হক এবং প্রফেসর ড. মো: আলমগীর হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আর্কিটেক ইয়াফেস ওসমান বলেন, কৃষিতে বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে কৃষিতে আমাদের যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় সরকারি ও বেসরকারি সব কৃষি গবেষকদের একসাথে কাজ করতে হবে। বাকৃবি সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল