২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কর্তৃক বিএসএমএমইউকে পূবালী ব্যাংকের বাস প্রদান

-

পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) একটি বাস প্রদান করেছে। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হালিম চৌধুরী বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা: কনক কান্তি বড়–য়ার কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মুহাম্মদ রফিকুল আলম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক শাহানা আখতার রহমান, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান এবং পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুহু রুহুল মাসীহ উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হালিম চৌধুরী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউর জন্য পূবালী ব্যাংক একটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে। বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা: কনক কান্তি বড়–য়া এ অনুদানের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement