২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ন্যাশনাল ডায়ালগ শুরু

পূর্বাভাসভিত্তিক অর্থায়ন কার্যক্রমে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রশংসিত

-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জার্মান রেড ক্রস, আইএফআরসি, কেয়ার বাংলাদেশ, স্ট্যার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ডব্লিউএফপির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফাস্ট ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম অন ফরকাস্ট বেইজড ফিন্যান্সিং’ বিষয়ক জাতীয় ডায়ালগ শুরু হয়েছে। সংলাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিনিধি, সিপিপির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, আইএফআরসি, আরসিআরসি মুভমেন্ট পার্টনার অব ন্যাশনাল সোসাইটির প্রতিনিধি, বিভিন্ন জেলা থেকে আসা কমিউনিটির জনগণ, এনজিও, আইএনজিও, দুর্যোগ বিশেষজ্ঞসহ বিভিন্ন প্রোগ্রামের দায়িত্বরত ১৩০ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
গতকাল গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইএফআরসির বাংলাদেশের প্রধান আজমত উল্লা ও জার্মান রেড ক্রসের বাংলাদেশের প্রধান গৌরব রায়। স্বাগত বক্তৃতা দেন : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক সচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মোহসিন।

 


আরো সংবাদ



premium cement