২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওরাইমো বাংলাদেশের প্রথম পার্টনারস মিট

-

ট্রানশন বাংলাদেশের স্মার্ট এক্সেসরিস ব্র্যান্ড ওরাইমোর প্রথম পার্টনারস মিট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে দেশের অন্তত ৪০টি জেলার ডিলারদের নিয়ে হয় এই পার্টনারস মিট। অনুষ্ঠানে ডিলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওরাইমোর রিজোনাল ডিরেক্টর কেলভিন হান, ওরাইমো বাংলাদেশের সেলস ম্যানেজার তানবির এইচ মজুমদার এবং ওরাইমো বাংলাদেশের বিক্রয় প্রতিনিধি এস্ট্রাম টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মিজানুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে কেলভিন হান ওরাইমোর বৈশ্বিক ব্যবসায়িক অবস্থা এবং বাংলাদেশে ওরাইমো নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরো বলেন, ওরাইমো একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এর গুণগত মান খুবই ভালো। ট্রানশন বাংলাদেশের অন্যান্য প্রোডাক্ট যেমন, টেকনো, আইটেল এবং ইনফিনিক্স মোবাইল ফোন দেশের বাজারে জায়গা করে নিয়েছে, ঠিক তেমনি ওরাইমো স্মার্ট এক্সেসোরিজও ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আশা করেন ওরাইমোর ঊর্ধ্বতন এই কর্মকর্তা। ওরাইমো বাংলাদেশের সেলস ম্যানেজার তানবির এইচ মজুমদার দেশের বাজারে ওরাইমোর বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি আশাব্যক্ত করেন, দেশের বাজারে ভালোমানের মোবাইল ফোন এক্সেসোরিজের যেই ঘাটতি রয়েছে তা ওরাইমো পূরণ করতে পারবে। অনুষ্ঠানে সেরা ডিলারদের হাতে পুরস্কার হিসেবে এয়ার টিকিট তুলে দেয়া হয়। এ ছাড়াও বিভাগীয় সেরা ডিলারদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement