১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আবারো হোঁচট খেলো পুঁজিবাজার

-

ঈদের পরের কয়েক দিন মোটামুটি ভালো থাকার পর আবার হোঁচট খেয়েছে পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকের পতন হয়েছে ঢাকা-চট্টগ্রাম উভয় শেয়ারবাজারেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ১৩ পয়েন্ট। আর ৭১ পয়েন্ট কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। পাশাপাশি কমেছে লেনদেনও। এ দিন দাম বেড়েছে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির। সবচেয়ে বেশি দরপতন হয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ ১০ হাজার ৮৪০ টাকার শেয়ার। ডিএসইতে এ দিন ১ লাখ ৩৩ হাজার ১৫০ বারে ১৪ কোটি ৯০ লাখ ৬৪ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯ দশমিক ৬৬ শতাংশ বা ১০৫টির; কমেছে ৬০ দশমিক ৪৫ শতাংশ বা ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৩৫টির।
দিনশেষে ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ পয়েন্টে। আর ৮ পয়েন্ট কমে ডিএস৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮৪১ পয়েন্টে। অপর দিকে সিএসই সার্বিক সূচক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
ঢাকায় গতকাল টপটেন লুজার বা দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ বা ১ টাকা কমেছে। ইউনিটটি সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন ফান্ডটি ৩৪৪ বারে ৯ লাখ ৬৫ হাজার ৫০০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ ৭৭ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৩ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ২০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন ফান্ডটি ২৭৬ বারে ১ লাখ ৯৮ হাজার ২৭৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ ৯৬ হাজার টাকা।
দর হারানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৪ শতাংশ বা ১০ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৫৮ বারে ২০ হাজার ২৮৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ ৯০ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছেÑ টুং হেই নিটিং অ্যান্ড লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সি অ্যান্ড এ টেক্সটাইলস, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ও মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড।
অন্য দিকে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থানে আছে কেডিএস অ্যাকসেসরিস লিমিটেড। এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ ৫ টাকা ৮০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন শেয়ারটি ২ হাজার ৪৪৯ বারে ২০ লাখ ১৮ হাজার ৭১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৩ লাখ ২ হাজার টাকা। গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটি ১ হাজার ১৪৭ বারে ৩ লাখ ৭৮ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকা।
দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৪০৭ বারে ২৩ লাখ ৮০ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। কোম্পানিটির মোট ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানির ৭১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ফু ওয়াং ফুড। কোম্পানির ৬৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ ফান্ড আজ সোমবার স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন করবে। ফান্ডগুলো হলোÑ সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। লেনদেন চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ আগস্ট বুধবার।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল